কাল থেকে ওমানে রমজান মাস শুরু হতে চলেছে। গতকাল এক ভদ্রলোক এসে জানালেন, অফিসে ডেস্কে বোতল (জলের রে বাবা) রাখতে দেবে না। ফ্লোরে জল থাকবে না। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, “বাথরুম পেলে?” জানা গেল বাথরুমে জল থাকবে। “আর সেই জল যদি কেউ খাওয়ার চেষ্টা করে?” বিরক্ত হয়ে হাউসকিপিং-এর সেই ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, “আপ বাঙ্গালি হো?” আমি একটু অবাক হয়েই ঘাড় নাড়লাম। হিন্দি ছেড়ে তিনিও বাংলায় উঠে আসেন — “সেই জন্য এত আজাইরা প্রশ্ন করছেন। শুনেন দাদা, নিচের তলায় রেস্টুরেন্টে পানির ব্যবস্থা থাকবে, ওখানে গিয়া খাইয়া আসবেন। বাথরুমের পানি খাইয়া লইলে আপনার রিস্ক। রমজানে এখানে হাসপাতালে ডাক্তার থাকে কম।” তারপর একটু নরম হয়ে বললেন, “তবে মারা গেলে ডাইরেক্ট জান্নাত। রমজান মাসের এই এক সুবিধা। কিন্তু তার জন্যে রোজা রাখতে হবে।”
উনি পরের ডেস্কের লোকজনকে এই সুসংবাদ বিতরণ করতে এগিয়ে গেলেন।
ওমনিস্কোপ
Homepage of Rohon Kuddus
Leave a Reply