• মোহময় মিশরঃ ১

    মৃত্যুর পরে দেহ থেকে ফুসফুস, পাকস্থলী, যকৃত এবং অন্ত্র আলাদা পাত্রে ভরে রাখা হত। মৃত্যুর পরে আত্মা যখন আবার দেহের কাছে ফিরে আসবে, তখন পাত্রগুলো থেকে ওই দেহাংশ তার কাজে লাগবে পুনর্জাগরণের পরে। আর হৃদযন্ত্র? না, হৃদযন্ত্র বা হৃদয় থাকবে মৃতদেহের মধ্যেই। কারণ পরলোকে মানুষটার ঠাঁই স্বর্গে হবে কিনা, তার বিচার হবে ওই হৃদয় দিয়েই। ...