আজ হোটেলে একটু তাড়াতাড়িই ফিরেছি অফিস থেকে। হঠাৎ দেখি বাইরে থেকে কেউ দরজা খোলার চেষ্টা করছে। যে ঢুকল, সে রুম সার্ভিসের ছেলে। ঢুকেই ভূত দেখার মতো চমকে উঠল আমায় দেখে। বোঝাই যাচ্ছে, আশা করেনি আমি ঘরের মধ্যে থাকব, নাহলে কলিং বেল বাজিয়ে আসত। ঘরের মধ্যে এসে আমায় অবাক করে সে একটা বই বাড়িয়ে ধরল। দেবজ্যোতি ...
পটল আলু ঘি – প্রায় দেড় ঘণ্টার গল্প
আমার আর সব সরলরৈখিক গল্পের মত এই গল্পেরও দুটো বিন্দু আছে। শুরু আর শেষটা বলে নিই আগে। তারপর মাঝের রেখাংশটা পেশ করা যাবে। ফেসবুকে আপডেট দিয়েছিলাম – ‘আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই...’ কিছুক্ষণ পরে দেখি দেবজ্যোতিদা পাদপূরণ করেছেন – ‘গভীর পকেটে বোমা মেরে তোর ঈশ্বরী বেচবোই।’ (যারা জানেন না, ঈশ্বরী দেবজ্যোতিদার গল্প সংকলন।) সৃষ্টিসুখ ...