কতরকম স্বপ্নই যে লোকে দেখে। সুখের, দুঃখের। আমার সবথেকে সুখের স্বপ্ন কী তা কিছুতেই মনে থাকে না। ঘুম ভাঙার পর শুধু মনে পড়ে ভালো একটা কিছু দেখেছি। দাঁত মাজতে গিয়ে বাথরুমের আয়নায় দেখি একচিলতে হাসি লেগে আছে ঠোঁটের কোণে। আমার দুঃখের স্বপ্ন বা দুঃস্বপ্ন হল বাংলা পরীক্ষা। পরীক্ষায় দেরি করে পোঁছেছি। ঘণ্টাখানেক পরে হলে ঢুকে আবিষ্কার করি ...
ওমনিস্কোপ
Homepage of Rohon Kuddus