কাল থেকে ওমানে রমজান মাস শুরু হতে চলেছে। গতকাল এক ভদ্রলোক এসে জানালেন, অফিসে ডেস্কে বোতল (জলের রে বাবা) রাখতে দেবে না। ফ্লোরে জল থাকবে না। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, "বাথরুম পেলে?" জানা গেল বাথরুমে জল থাকবে। "আর সেই জল যদি কেউ খাওয়ার চেষ্টা করে?" বিরক্ত হয়ে হাউসকিপিং-এর সেই ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, "আপ বাঙ্গালি হো?" ...
ওমনিস্কোপ
Homepage of Rohon Kuddus