রিয়াল-টাকা

এর আগের বার ওমানে এসে দারুণ মজা হয়েছিল। খাওয়াদাওয়া একেবারে শেহবাগ স্টাইলে হয়েছিল। মাটনের ওপরেই খেলছিলাম দু'বেলা। খুব একঘেয়ে লাগলে চিকেন। আর খাবার দাম কী সস্তা! মাটন কারি দেড় রিয়াল। শুনে কেমন দেড় টাকা টাইপ লাগে না? জানতাম এক রিয়াল মানে বোধ হয় আড়াই ডলার কী পৌনে তিন ডলার। কিন্তু ওই আর কী, মনে মনে ...