গ্লোরিয়াস নাইন্টিজ

নব্বইয়ের হিন্দি গান শুনছি। আজকালকার বাচ্চারা হয়তো গানগুলো (ভিডিওগুলো আর কী) দেখে হাসবে; আমিও হাসি মাঝে মাঝে। কিন্তু আজ সকাল থেকেই এক-একটা গানের সঙ্গে এক-একটা স্মৃতি উঠে আসছে। যেমন, 'তুম দিলকি ধড়কান মে' শুনে মনে পড়ছে কসবায় এক জায়গায় অঙ্ক করতে যেতাম। মৈত্র স্যারের বাড়ির কাছে একটা চা দোকানে এই গানটা বেজেই যেত নিরবিচ্ছিন্নভাবে। স্যারের বাড়ি ...