চশমার বড় সমস্যা হল তাতে মিসড কল দেওয়া যায় না। ঘরের আড়ালে আবডালে মোবাইল হারিয়ে গেলে এই সুবিধাটা দারুণ। কিন্তু যখন সারা ঘরে একটাই মোবাইল থাকে? তাকে তুমি বাজাবে কী করে?
আমিও তো আগে দিব্যি বাজতাম তোমার আঙুল হেলানোয়। এখন মিসড কলের মতো করে ভুল করে বেজে উঠতে ইচ্ছে করে হরবখত। কিন্তু একা একা কী করে বাজি বলো?
0
Leave a Reply