নিমোর মুখে কাল থেকে কথার খই ফুটছে। সারাক্ষণ বাচ্চাদের ভাষায় বকে যাচ্ছে। কাল সন্ধের দিকে সন্দেহ হচ্ছিল সেরেল্যাকের সঙ্গে লিপি দু-চার ফোঁটা কফি মিশিয়ে ফেলেছে কিনা। যাই হোক, এই অবস্থায় স্বভাবতই নিমোর চারপাশের লোকজন এখন নিমোর কথা থেকে অর্থবহ শব্দ খুঁজে বের করার প্রয়াস চালাচ্ছে। তার নিশামাসি দাবি করছে নিমো তাকে নাম ধরে ডেকেছে একবার। ...
ওমনিস্কোপ
Homepage of Rohon Kuddus