RJ Roy এসেছে মোড়ের নতুন চাইনিজ রেস্তোরাঁয়। পল্টুর হোয়াটস্যাপ মেসেজ পেয়েই বল্টু সাঁৎ করে সেখানে হাজির। সে ব্যাটা আর জে রয়ের দারুণ ভক্ত। পাকড়াও করে সেলফি তুলতে চায়।
কিন্তু দোকানে ঢুকে বল্টু হাঁ। কোনটা সেই লোক বটে? রেডিওতে এতদিন গলাই শুনেছে। ফেসবুকে দু-একটা ছবি দেখেছে বটে। কিন্তু তার কাছাকাছি চেহারার তিনজন লোক বসে আছে তিনদিকে।
ততক্ষণে পল্টুও এসে পৌঁছেছে। সে-ই বুদ্ধিটা দিল। প্রবাবেল সাসপেক্টদের পাতের সস আঙুলে নিয়ে চেটে দেখা যাক।
বললে বিশ্বাস করবে না, এভাবে সস চেখে তারা রয়কে পাকড়াও করেও ফেলল।
কীভাবে?
.
.
.
.
.
.
খুব সহজ। যে সয়, সে রয়।
ওমনিস্কোপ
Homepage of Rohon Kuddus
Leave a Reply