গত বুধবার দমদমে বসে আছি, ব্যাঙ্গালোরের প্লেনে উঠব-উঠব করছি। আমার দিকে এক ভদ্রলোক হাসিমুখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন -- "আপনি রোহণ কুদ্দুস?" আঈ বাপ! আমায় দেখে আজকাল লোকজন এয়ারপোর্টেও চিনতে পারছেন? জামা ফুঁড়ে ছাতি বেরিয়ে আসার জোগাড়। যাই হোক, বাক্য বিনিময় শুরু হল। উনি জানালেন, বইমেলার স্টলেও আমায় দেখেছেন। কিন্তু ভিড় দেখে (ওহ! আর একটা ...
ওমনিস্কোপ
Homepage of Rohon Kuddus