বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত একটা স্বপ্ন

ছোটবেলায় দুটো ছবি আঁকায় আমি বিশেষ দক্ষতা অর্জন করেছিলাম। প্রথমটা দূর্গাপুজোর। দেবী দূর্গার দুদিকে দাঁড়িয়ে তাঁর ছেলেমেয়েরা। পায়ের তলায় অসুর। দেবীর দশ হাতে দশটা অস্ত্র আর তাঁর বাহন সিংহ আঁকতে সবথেকে বেশি ভালো লাগত। বাড়িতে আমার পছন্দের কেউ এলে তাঁকে ছবিটা লাইভ এঁকে দেখাতাম। তাই আমাদের নিয়মিত অতিথিদের সবারই প্রায় সে ছবি দেখার সৌভাগ্য হয়েছিল। আমার আঁকা দ্বিতীয় ...