লোলহাস্য

কদিন আগে এক ফেসবুক বন্ধু (সম্ভবত পরিচয় পাত্র) লিখেছিলেন LOL শব্দটি আর ব্যবহার করা যাবে না বলে কেউ কেউ দাবি তুলেছেন। যাঁরা আপত্তি করেছেন, তাঁদের মতে LOL মানে নাকি Lucifer Our Lord, অতএব এই শব্দবন্ধ ব্যবহার করার অর্থই হল শয়তানের ভজনা ইত্যাদি ইত্যাদি। তা ধর্মের আফিমে যাঁরা বুঁদ, তাঁরা সাপকে রজ্জুভ্রমও করেন, তাঁদের তুরীয় অবস্থা ...