শিশির স্যর

“খবরটা শুনেছ? শিশির স্যর নেই আর।” চ্যাট বক্সে অবিন দুঃসংবাদটা দিল। গত কয়েকদিন ধরে এত বেশি করে মনে পড়ছিল... শেষ দেখা হয়েছিল বছর পাঁচেক আগে। মিশন থেকে ফেরার পথে দেখা করে এসেছিলাম। ভাবছিলাম, ইজিপ্ট থেকে কিছু সুগন্ধী নিয়ে যাব। বা কিছু চকোলেট। যদিও জানি ওসবের প্রতি কোনও মোহ তাঁর কখনওই ছিল না। বই পড়তে খুব ভালোবাসতেন। তাই ...