সহজিয়া

জাস্ট ঢুকলাম ব্যাঙ্গালোরের বাসায়। ঘুমোতে যাওয়ার আগে গতকাল কায়রো এয়ারপোর্টে দেখা একটা ঘটনা লিখে রাখি। সিকিউরিটি চেক হয়ে গেছে। গেটের কাছে বসে আছি। বোর্ডিং শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। হঠাৎ খেয়াল করলাম আমি যেখানে বসে আছি তার থেকে পাঁচ-ছ হাত দূরে একজন মানুষ জোহরের নামাজের জন্যে দাঁড়িয়েছেন। তাঁর পেছনে এসে দাঁড়ালেন আরও দুজন। তাঁদের পাশে আরও দুজন। ...