কোথা থেকে শুরু করব? এসো, বরং খলতপুরের কথা বলি। সেটা ১৯৯২-এর শেষ দিকে। প্রথম শোনাতে ভুল করে খলতপুরকে খড়গপুর ভেবেছিলাম। আমার থোড়াই দোষ? ভূ-ভারতে এমন নাম কে শুনেছে তখন? সেখানে পৌঁছতে হলে প্রথমে বাগনান থেকে আমতা যেতে হবে ৮০ নাম্বার বাসে। তারপর আমতা থেকে উদয়নারায়ণপুর আবার বাস। তারপর রিকশা পেলে রিকশা। আর ভাড়ায় না পোষালে ...
ওমনিস্কোপ
Homepage of Rohon Kuddus