স্বদেশ সেন স্মরণে

তার পকেটে তখন একশ টাকা। অটোরিক্সা খুচরোর জন্যে দাঁত খিঁচিয়ে চলেছে; সাত টাকার জন্যে বড় নোটের খুচরো দিতে পারবে না। ফুটপাতের জীর্ণ ভদ্রলোকের দিকে সে ঝুঁকল – “কাকু খুচরো দেবেন?” ঘোলাটে চশমার পেছনে একজোড়া ঝকঝকে চোখ আর সামনে বিছিয়ে রাখা এক রাশ বই দেখে যোগ করল – “প্লিজ?” ভদ্রলোক মৃদু স্বরে বললেন – “একটা বই ...