বাপাইবাবু, বাপনবাবু-র চিঠি

আজ হাতে এসে পড়ল একটা পত্রিকার খাম। যে বন্ধু পাঠিয়েছেন, তিনি ভুল করে ঠিকানার একটা লাইন বাদ দিয়েছিলেন। ফলে ব্যাপারটা দাঁড়িয়েছে রোহণ কুদ্দুস, ইলেকট্রনিক সিটি, ব্যাঙ্গালোর। ভাগ্যিস নিচে ফোন নাম্বার ছিল। তাই ডিটিডিসি-র লোকজন সারা ইলেকট্রনিক সিটি খুঁজে শেষ পর্যন্ত দিয়ে গেল খামটা। এই খামটা হাতে নিয়ে মনে পড়ে গেল প্রায় কুড়ি বছর আগের একটা ঘটনা। ...