গতকাল সকালে অফিস যাওয়ার সময় দরজায় চাবি দিতে গিয়ে আবিষ্কার করলাম কিছু একটা গড়বড় হয়েছে। চাবিটা পকেটে নেই, বস্তুত পকেটের জায়গায় পকেটটাই নেই। ব্যাপারটা কী হয়েছে যখন প্রায় ৯০ শতাংশ আন্দাজ করে ফেলেছি, রিনরিনে গলায় প্রশ্ন এল – “Uncle, where is your pants?” মুখ ঘুরিয়ে দেখি সাত সকালেই ভয়ের বাঘ দাঁড়িয়ে আছে, আমার প্রতিবেশীর পুত্ররত্ন ...
ওমনিস্কোপ
Homepage of Rohon Kuddus