শুরুর কবিতা

শেষবার যখন বাড়ি ফিরেছিলাম, দুপুর সাড়ে বারোটায় ফ্লাইট ছিল বোধ হয়। আমি গিয়ে হাজির হয়েছিলাম সকাল সাড়ে সাতটায়। কারণ বস ছুটি দেয়নি, নিমোর সঙ্গে দেখা করব বলায়, ওয়ার্ক ফ্রম হোমে রাজি হয়েছিল। তাই বাড়ি যাওয়ার দিনও ওয়ার্ক ফ্রম এয়ারপোর্ট। যাই হোক, সিকিউরিটি চেকের পর একটা নির্জন জায়গা দেখে ল্যাপটপ খুলে গুছিয়ে বসলাম মেল-টেল চেক করতে। একটা ...